ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

এটিএম আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

এটিএম আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু, ছবি: সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকালে শুনানি শুরু হয়।আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার এক নম্বরে ছিল। দ্বিতীয় দিনের শুনানিতে অংশ নেন আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শুনানিতে তিনি সাক্ষীদের ত্রুটিপূর্ণ সাক্ষ্য উপস্থাপন করেন।

মামলার শুনানি উপলক্ষে জামায়াতের আইনজীবী ও জামায়াতের অনেক নেতাকর্মী আদালতে উপস্থিত রয়েছেন।  এর আগে, গত ৬ মে সকাল ১০টায় এটিএম আজহারের আপিল শুনানি শুরু হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান এটিএম আজহার। এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে একই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এই জামায়াত নেতা। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার ওই আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫

রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

ভুখন্ড নিয়ে যাচ্ছে মনে করে স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না: রাজনাথ সিং