আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগে মিলল দেশীয় অস্ত্র ও ককটেল

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার নূরানী মার্কাজ মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে একটি বাউন্ডারি ভেতরে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারি ভেতরে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগে তল্লাশি করে দুটি রামদা, পাঁচটি ককটেল, দুটি কার্তুজ ও একটি পিস্তল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হচ্ছে।’’
মন্তব্য করুন