ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

আ. লীগ নিষিদ্ধের দাবিতে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান আব্দুল হান্নান মাসউদের

সংগৃহিত,আ. লীগ নিষিদ্ধের দাবিতে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান আব্দুল হান্নান মাসউদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশের মানুষকে আরেকবার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘পুরো শহর নেমে আসুন, সারাদেশ আরেকবার রাস্তায় নেমে আসুন। বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর দেশকে বাঁচাতে অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, খুনিদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ নিশ্চিত করে বিপ্লবকে সুসংহত করা প্রতিটি শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার।’

এর আগে রাত ১০টার দিকে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

এর কিছুক্ষণ পর পৌনে ১১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানান আসিফ মাহমুদ।

আরও পড়ুন

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার।’

এদিকে, রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রাত যত বাড়ছে, সেখানে উপস্থিতিও বাড়ছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কেপিআই এলাকা হয় আগে থেকেই সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। এনসিপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট