ভাড়ার বিতর্কের জেরে বাস থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যা,মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) বেলা ১১টায় তারা মহাসড়ক অবরোধ করেন। পরে বিচারের আশ্বাস পেয়ে ১টার দিকে মহাসড়ক ছেড়ে দেন তারা। এতে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজট দেখা গেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী একটি বাস ভাঙচুর করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে সিয়াম (১৯) নামে কলেজছাত্র চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে চান্দনা চৌরাস্তা থেকে মাস্টার বাড়ীর উদ্দেশে উঠেছিলেন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি জব্দ করে।
আরও পড়ুনসিয়ামের মৃত্যুর ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধকালে বিক্ষোভকারীরা বলেন, ভাড়া নিয়ে বিতর্কের জেরে সিয়ামকে বাস থেকে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আন্দোলন শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
মন্তব্য করুন