ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

রংপুরের কাউনিয়ায় পেঁপে গাছের সাথে শত্রুতা, কৃষকের মাথায় হাত

রংপুরের কাউনিয়ায় পেঁপে গাছের সাথে শত্রুতা, কৃষকের মাথায় হাত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে এক কৃষকের ক্ষেতের দুইশতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার শহীদবাগ ইউনিয়নের লিচুবাগান এলাকায়। তিনি পাশের কুটিরপাড় গ্রামে জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলেন। এনজিও থেকে ঋণের টাকা তুলে বর্গা নেওয়া ২৪ শতক জমিতে দুইশতাধিক পেঁপে গাছ লাগিয়েছিলেন আনোয়ার। গাছে পেঁপে ধরেছিল। সপ্তাহ দুইয়েকের মধ্যে সেগুলো বাজারজাত করে ঋণের টাকা পরিশোধ করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্ন তার ধুলিসাৎ হয়ে গেছে। রাতের আঁধারে ফল ধরা খেতের সব পেঁপে গাছ কেটে ফেলেছে র্দুবৃত্তরা। এতে িিদশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।

কুঠিরপাড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কেটে ফেলা গাছগুলো জমিতে পড়ে আছে। সেগুলো দেখে হতবাক হয়ে আছেন কৃষক আনোয়ার হোসেন। ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন জানান, চার বছর ধরে ওই এলাকায় স্থানীয় মসজিদেরসহ এক একর জায়গা লিজ নিয়ে নানা ধরনের সবজি ও ফসলের চাষ করছেন।

আরও পড়ুন

চলতি বছরের শুরুতে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকার ঋণ নিয়ে লিজ নেওয়া ২৪ শতক জমিতে উচ্চ ফলনশীল জাতের ২০০ পেঁপের চারা রোপণ করেন। চারাগুলোতে পেঁপে ধরেছে আর ১৫দিন পর সেগুলো বিক্রি করা যেত। গত বৃহস্পতিবার বিকেলে তিনি পেঁপে বাগানের পরিচর্যা শেষে বাড়িতে আসেন। গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখেন কে বা কারা রাতের আঁধারে তার সমস্ত পেঁপে কাছ কেটে ফেলেছে। 

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, বিষয়টি জানতে পেরেছি। ওই কৃষককে প্রণোদনার মাধ্যমে কিভাবে আর্থিক সহায়তা করা যায়, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভোক্তভোগী কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। ওই কৃষকের ১৬৭টি পেঁপে গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে দুই নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেফতার

কানের পথে আদনান আল রাজীব, শুভ জন্মদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা স্কুলশিক্ষক কামাল গ্রেফতার

প্রথমবার একইমঞ্চে সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, সরাতে দু’বিভাগের উদাসীনতা

তপ্ত রোদের দখলে প্রাণ ও প্রকৃতির তাপে চামড়া পুড়ে যাওয়ার উপক্রম