লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শরিফুলসহ চারজন গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাশীরাম গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে। অন্য তিনজন হলেন- হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান এবং আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান অলি।
আরও পড়ুনমন্তব্য করুন