ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলার কালারাইয়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (১০ মে) মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

ইউপি সদস্য খলিলুর রহমান জানান, রাত ২টার দিকে গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারি চুরি করে এবং ঘরের মাটি কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে স্থানীয়রা। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমসহ কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা জড়ো হয়ে সাদ্দামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শনিবার বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঈদে এবার অন্যরকম বুবলী

বগুড়ার আদমদীঘিতে দুই নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেফতার

কানের পথে আদনান আল রাজীব, শুভ জন্মদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা স্কুলশিক্ষক কামাল গ্রেফতার

প্রথমবার একইমঞ্চে সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা