লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ইতিহাস গড়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেক্সান্ডার সরলথ। লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি। প্রথম ৩০ মিনিটে তার একার চার গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
সরলথ হ্যাটট্রিক পূরণ করেন ৭, ১০ ও ১১ মিনিটে। লা লিগায় আগের দ্রুততম হ্যাটট্রিকের নজির ছিল এডমুন্ডো সুয়ারেজ (১৯৪১) ও কার্লেস বেতিসের (১৯২৯)। তারা দুজনেই ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। তাদের চেয়ে ৪ মিনিট আগে তিন গোল করে ইতিহাসে নাম লেখান নরওয়ে তারকা। অবিশ্বাস্য কীর্তি গড়ে সরলথ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ভালো অনুভূতি। স্মরণীয় দিনগুলোর সেই একটি আমার ভাগ্যে জুটেছে। সবগুলোই ঠিকমতো গেছে এবং সতীর্থদের কাছ থেকে ভালো বলগুলো পেয়েছি।’
অবশ্য হ্যাটট্রিকে ইতিহাস গড়লেও সরলথ দ্রুততম চারটি গোলের বেলায় এডমুন্ডো সুয়ারেজকে পেছনে ফেলতে পারেননি। ১৯৪১ সালে ভ্যালেন্সিয়ার হয়ে ২০ মিনিটে চার গোলের দেখা পান তিনি। সেখানে সরলথকে চতুর্থ গোলের জন্য অপেক্ষায় থাকতে হয় আধাঘণ্টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধে পঞ্চম গোলও পেতে পারতেন। দুর্ভাগ্য তার ভলি গিয়ে আঘাত করে ক্রসবারে। ২০২১-২৩ মৌসুমে সোসিয়েদাদের হয়ে খেলা সরলথ গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও চারটি গোল করেছিলেন। সেই ম্যাচ শেষ হয় ৪-৪ সমতায়। সেই স্মৃতির কথা মনে করে সরলথ বলেছেন, ‘এই ধরনের দিনের পুনারবৃত্তি আমার জন্য স্বস্তির। ভিয়ারিয়ালের হয়েও গত বছর একই রকম দিন কাটিয়েছি। সবকিছুই যখন ঠিকমতো যাবে, তখন ভেতর থেকে অনুভূতিও ভালো হবে।’
আরও পড়ুনএই কীর্তিতে স্প্যানিশ লিগ ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লুই সুয়ারেসদের কাতারেও চলে এসেছেন সরলথ। যারা একের অধিক ম্যাচে চার গোলের দেখা পেয়েছেন। এই জয়ে অ্যাতলেতিকো পয়েন্ট টেবিলে তিনে থাকা প্রায় নিশ্চিত করে ফেলেছে। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট।
মন্তব্য করুন