ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে থেমে থাকা অটোরিকশাকে ট্রাক চাপা, নিহত ২

লক্ষ্মীপুরে থেমে থাকা অটোরিকশাকে ট্রাক চাপা, নিহত ২

নিউজ ডেস্ক:    লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আজাদ নামে আরও একজন। এরা সবাই অটোরিকশায় ছিলেন। 

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপরই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে। অন্য আহত আজাদ হোসেন চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ড্রাম ট্রাক সড়কে থাকা অটোরিকশাটিকে চাপা দেয়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্য আরেকজন মারা যায়। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্রোতস্বিনী গাজনার বিলে মাছের পরিবর্তে পেঁয়াজ চাষ

হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের

বগুড়ায় ওহেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

দিনাজপুরে ৮০৫৫ হেক্টর জমিতে তৈরি হচ্ছে বীজতলা, চলছে বোরো রোপণের প্রস্তুতি 

দেশ গড়তে নেতৃত্ব বাছাইয়ে যে বার্তা দিলেন তারেক রহমান