ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : গৃহবধূ হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়ায় একজনের যাবজ্জীবন এবং চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চরের মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবুল। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ছালেহা বেগম নামে এক নারীকে হত্যার অপরাধে এই দণ্ড দেয়া হয়।

মামলার অন্য চার আসামি মোজাম শেখের ছেলে নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড, নূর আলমের স্ত্রী আফরোজা বেগম, মোজা শেখের ছেলে লালমিয়া ও নূর আলমকে ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদি মঞ্জুম আলীর পরিবারের সাথে পারিবারিক বিষয় নিয়ে আসামিদের বিরোধ চলছিল। ২০১৮ সালে ৯ মার্চ বাদির বসতবাড়ির পশ্চিম পাশে থাকা টয়লেটে কাজ শেষ করে বাদির ছেলে সাজু মিয়া বের হয়ে এলে আসামিরা সাজু মিয়াকে এলোপাথাড়ি মারপিট করতে থাকলে মা ছালেহা বেগম ও তার আরেক ছেলে এগিয়ে আসেন।

আরও পড়ুন

আসামিরা তাদেরকেও মারপিট করে এবং আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় ছালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন বিকালে তিনি মারা যান। পরে ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদি হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষী দেন।

সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেয়া হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি এড. আফতাব উদ্দিন এবং আসামি পক্ষে এড. আব্দুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিরাজগঞ্জে কচু চাষে-খরচ কম, লাভ বেশি

রাজশাহীতে আমবাগান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

বগুড়ার ধুনটে অব্যবহৃত সরকারি পাঠ্যবই বিক্রি : গ্রেফতার ২

সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে