পাবনার চাটমোহরে অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত

পাবনা ও চাটমোহর প্রতিনিধি : মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (১৪ মে) বেলা ২টার দিকে পাবনার চাটমোহর পৌর শহরের মধ্য শালিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ বুধবার (১৪ মে) বেলা ২ টার দিকে মধ্য শালিখা জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে রাস্তার ওপর আসতেই দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আজিম উদ্দিন মোল্লা।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা ৩টার দিকে মারা যান। এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন