ব্যতিক্রমী উদ্যোগ
গাছে গাছে লাগানো হলো পাখির বাসা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : সরকারি অর্থে নানা ধরনের প্রকল্প নেয়া হলেও এবার পীরগাছা সদর ইউনিয়নের বিভিন্ন গাছে গাছে পাখিদের অভায়াশ্রম নির্মাণে পাখির বাসা লাগনোর ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা চত্ত্বরে পাখির বাসা স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এসময় উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, পীরগাছা থানার ওসি তদন্ত নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফিরোজ হোসেন, এনসিপি নেতা মাহিম, প্রভাষক রফিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনউপজেলা পরিষদের এডিপি ও রাজস্ব খাতের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মোড়ে থাকা গাছে এক হাজার পাখির বাসা স্থাপন করা হবে। উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, আমাদের প্রকৃতি রক্ষার জন্য এবং পাখির উপযুক্ত বাসস্থান তৈরি জন্য আমরা এ প্রকল্প নিয়েছি। পাখিরা যেন তাদের অভায়াশ্রম মনে করে বাসাগুলোতে বসবাস করতে পারে। আমরা আমাদের প্রকৃতিতে ফিরে যেতে চাই।
মন্তব্য করুন