ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকটে সেবা বঞ্চিত রোগীরা

গাইবান্ধার পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকটে সেবা বঞ্চিত রোগীরা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জনসংখ্যা প্রায় আড়াই লাখ। এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মাত্র দু’জন। রোগী ও রোগীর স্বজনেরা এসব স্থানীয় নার্সদের কাছে এক প্রকার জিম্মি সেবা দেওয়ার মন হলে কেবল সেবা প্রদান করেন এই নার্সেরা।

এছাড়া টেকনিশিয়ানের ও কর্মচারিরা সংকট, যন্ত্রপাতি অকেজো, টয়লেট বাথরুমের পরিবেশ অপরিচ্ছন্ন, বাইরের ড্রেনেজ ব্যবস্থাও আক্রান্ত, হাসপাতালের চারপাশে ব্যবহৃত ফেলনা ময়লা আবর্জনায় বেড়েছে মশার উৎপাত দিন রাতে মশা মাছি ভো ভো করে। নিম্নমানের খাবার ও পরিমাণে কমে দেওয়ার ঘটনা নতুন নয় দীর্ঘদিন হলো এমন অবস্থা চলতে থাকলেও দেখেও দেখছে না সংশ্লিষ্টরা।

গোপন সংবাদে জানা যায়, হাসপাতালে প্রতিদিন বেড ফুল রোগী না থাকলে প্রতিদিন বরং বাড়তি রোগী দেখিয়ে মাস শেষে খাদ্যের বিল ভাউচার করে হাতিয়ে নেওয়া অর্থ ঠিকাদারগং, কর্মকর্তা কর্মচারীদের পকেটে ঢোকে।

কর্মচারিদের দায়িত্বহীনতায় এমন কি জরুরি বিভাগে ও হাসপাতালের বেডে কুকুর থাকার ঘটনাও প্রতিনিয়ত ঘটেছে। রাতে বেলায় যারা হাসপাতালটিতে দায়িত্বে থাকেন তারা বেশির ভাগ সময় ঘুমিয়ে ও আরামে কাটিয়ে ডিউটি শেষ করেন এমন অভিযোগ ভুক্তভোগীদের।

আরও পড়ুন

এছাড়াও হাসপাতালে দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারিরা বিরুদ্ধে সঠিক সময়ে হাসাপাতালে না আসা, গর্ভবর্তী মা হাসপাতালে ভর্তি হলেই দালাল চক্রের মাধ্যমে নার্সদের পরিচালিত ক্লিনিক অথবা বাসায় নিয়ে গর্ভপাত বা ডেলিভারি করে অর্থ হাতিয়ে নেওয়া, হাসপাতালের প্রতিদিনের ওষুধ চুরি সহ সীমাহীন অনিয়মের অভিযোগ করেছেন সেবা প্রত্যাশী শত শত মানুষ।

এসকল অনিয়মের বিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারি ও অভিযুক্ত নার্সরা গণমাধ্যমকর্মীদের কাছে কোন কথা বলতে রাজি হয়নি। উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাহীন এসব অনিয়মের অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্থানীয় নার্স ও কর্মকর্তা কর্মচারীদের অনত্র বদলি করে স্থানীয় সেবা প্রত্যশীদের সেবা প্রদানের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ হাসপাতালটির এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে লাগাতার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি সাকিব আল হাসানকে বল করতে চাই: রবিন মিয়া | Neymar Friend Robin Mia | Neymar | Daily Karatoa

প্রত্যেক বলে ছয় চার মা*রতে চান অভিনেত্রী আলিশা | BD Actress | Entertainment | Daily Karatoa

হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ পাঁচ অভিযোগ

১৮ বছরে এমন হারের মুখে পড়েনি ম্যানইউ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে হত্যার অভিযোগে গ্রেফতার বাবা 

রোহিতের পর টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি