ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

মাদকমুক্ত গ্রাম চেয়ে টাঙ্গানো হয়েছে ব্যানার

বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ীতে জমজমাট মাদক কারবার, অতিষ্ঠ মানুষ

বগুড়ার শিবগঞ্জের টেপাগাড়ীতে জমজমাট মাদক কারবার, অতিষ্ঠ মানুষ। প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে টেপাগাড়ী গ্রামে জমজমাট মাদক কারবার। মাদক কারবারি ও সেবনকারীদের অত্যাচার-উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসি। মাদকমুক্ত রাখতে গ্রামে পৃথক ৪ স্থানে ব্যানার টাঙ্গানো হয়েছে।

উপজেলার রায়নগর ইউনিয়নে এবং মোকামতলা বন্দর থেকে এক কিলোমিটার দূরে গ্রামটি। সরজমিনে গ্রামের নারী পুরুষ একাধিক ব্যক্তির অভিযোগ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছে এই গ্রামে। সেখানে ফেনসিডিল, হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহজলভ্য। ৪ থেকে ৫টি পরিবারের সদস্যরা এই মাদক ব্যবসায় জড়িত।

গ্রামবাসির অভিযোগ,মাদক ব্যবসায় বাধা দিতে গেলে নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের মামলায় জড়ানো ভয় দেখানো হয়। প্রশাসনকে তোয়াক্কা না করে সেখানে দিনে ও রাতে প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বগুড়া শহর ও বিভিন্ন এলাকা থেকে  সিএনজি চালিত আটোরিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে করে মাদক ক্রেতা বিক্রেতা ও সেবনকারীরা যাতায়াত করে থাকে। মাদক কারবারিরা দুর্ধর্ষ স্বভাবের। মাদক কারবারি পরিবারের একজনকে আটক করা হলে অন্য সদস্যরা ব্যবসা চালিয়ে যায়।

আরও পড়ুন

এদিকে, গ্রামকে মাদক মুক্ত করার দাবিতে স্থানীয়রা ওই গ্রামের পৃথক চারটি স্থানে ব্যানার টানিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছেন ‘মাদক মুক্ত গ্রাম চাই’। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, ইতিপূর্বে ওই গ্রাম থেকে কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও যদি মাদকের কারবার হয়ে থাকে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, জমা দিতে হবে

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

শুটিং সেটে আহত তটিনী

১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে