ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ছত্তিশগড় রাজ্যের ম্যাপ। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় একটি ট্রেলার ট্রাক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন নারী ও চার শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

গতকাল রোববার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁও এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছাতাউদ গ্রামের একটি পরিবার বনসারি গ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে খারোরা থানা এলাকায় তাদের বহনকারী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়।

খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করে। রায়পুর জেলার কালেক্টর গৌরব সিং জানান, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তিনি নিশ্চিত করেন, “এই দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্তাধীন।”পুলিশ দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

এই ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে ‘শিশু’ বলতে নারাজ ফ্লিক

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

মন নিয়ে না খেলে ক্রিকেট খেল: সোনিয়া | Celebrity Cricket League | Model Sonia | Daily Karatoa

বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান শেষে যা জানা গেল | BRTA Corruption | DUDOK | Anti Corruption

ভারতের অনুরোধেই যুদ্ধবিরতি : পাকিস্তান

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে