ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজা ।ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছেন সুনীতা আহুজার সঙ্গে। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে। সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন। তারপরও আলোচনা থেমে নেই। টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে ফের এ বিষয়ে কথা বললেন সুনীতা।

সুনীতা মনে করেন, তাকে ছাড়া বাঁচবেন না গোবিন্দ। তার ভাষায়, যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দর কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব! গোবিন্দ কখনো কোনো বোকা নারীর জন্য তার পরিবার ছেড়ে যাবে না। সংসার ভাঙার গুঞ্জনে রীতিমতো বিরক্ত সুনীতা। তার মতে, গুঞ্জন, গুঞ্জন, গুঞ্জন! প্রথমে জিজ্ঞাসা করুন এটি সত্যি কিনা! আমি কখনো এটি গ্রহণ করব না। যদি কারো সাহস থাকে, তবে তাদের সরাসরি আমাকে জিজ্ঞাসা করা উচিত। কেউ গুজব ছড়াবে, আর আপনিও তার সঙ্গে একমত হবেন, এটি ঠিক না। সুনীতার বিশ্বাস তাদের সংসার ভাঙবে না। এ তথ্য উল্লেখ করে সুনীতা বলেন, কখনো এ রকম কিছু ঘটলে আমি নিজে থেকেই মিডিয়ার সঙ্গে কথা বলব। আমি বিশ্বাস করি, ঈশ্বর কখনো আমার ঘর ভাঙবেন না।

আরও পড়ুন

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানান, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবর সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন। ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন-মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ ২ জনের

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদন্ড

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

আনচেলত্তিকে কোচ ঘোষণা করলো ব্রাজিল; দায়িত্ব লা লিগা শেষে 

বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

বগুড়া ধুনটে কৃষকের ক্ষেতের ধান কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ