ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

রিয়াদে পৌঁছেছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে ট্রাম্প রিয়াদ পৌঁছেছেন। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির আরব পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে ট্রাম্প রিয়াদ পৌঁছালেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে টারম্যাক বিমানবন্দরে পৌঁছালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান। এসময় বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়। বিমানবন্দরের একটি হলের ভেতর দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে-সেই সম্পর্কে জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ও বুধবারের কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র-কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

রয়টার্স সম্প্রতি জানায়, সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরকালে দেশটির নেতাদের কাছে এই প্রস্তাব দেবেন তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্রে অনিয়ম; দুদকের অভিযান

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪

আসছে এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’

চট্টগ্রামে আ.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

প্রিমিয়ার লিগে খেলার আরও কাছে হামজার শেফিল্ড