ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ক্লাব বিশ্বকাপ থেকেই রিয়ালের দায়িত্বে জাবি আলোনসো

ক্লাব বিশ্বকাপ থেকেই রিয়ালের দায়িত্বে জাবি আলোনসো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে জাবি আলোনসোর। লস ব্লাঙ্কোদের দায়িত্ব এই স্প্যানিশ কোচ নেবে আগামী মাস থেকে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেই। স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এমন তথ্য।  
সোমবার রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে উল্লেখ করেছেন, ‘চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে দুই পক্ষ। ২০২৮ সালে জুন পর্যন্ত এই চুক্তি। আলোনসোই নিতে যাচ্ছেন রিয়ালের দায়িত্ব। রোমানো আরও জানিয়েছেন, আগামী মাস থেকে রিয়ালকে কোচিং করানো শুরু করবেন বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসো। ফলে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তাকে দেখা যাবে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে। পাশাপাশি বর্তমান রিয়ালের দায়িত্বে থাকা ইতালিয়ান কোচ আনচেলোত্তির বিদায় প্রক্রিয়াও এই সপ্তাহ থেকেই শুরু হবে এবং তাকে একটি বিশেষ বিদায় দেওয়া হবে, এরপর শুরু হবে জাবি যুগ।’ 

খেলোয়াড়ি জীবনে ক্লাব ফুটবল ক্যারিয়ারে লম্বা সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ২৩৬টি ম্যাচ। তারপর তিনি যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। তবে ক্লাব ছাড়লেও নিজের মন থেকে রিয়ালকে কখনোই মুছে ফেলতে পারেননি তিনি, ক্লাবটির বড় বড় অর্জনে হরহামেশাই তাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সেই টান থেকেই তিনি এবার আবার ভিন্ন দায়িত্ব নিয়ে ফিরছে লস ব্লাঙ্কোসদের শিবিরে। ৪৩ বছর বয়সী এই কোচ গত মৌসুমে বায়ার লেভারকুসেনকে জার্মান ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা এনে দেন, যা ছিল তাদের জার্মান ঘরোয়া ডাবল জয়ের অংশ। অবশ্য তিনি শুধু শিরোপাই জিতেননি, তার অধীনে লেভারকুসেন গড়েছিল অপরাজিত থাকার ইতিহাসও। পুরো মৌসুমে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫১ ম্যাচে অপরাজিত ছিল, যা উয়েফা প্রতিযোগিতা শুরুর পর ইউরোপীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় অপরাজিত থাকার রেকর্ড। তারপর থেকেই তার দিকে পরে রিয়ালের নজর তবে আলোনসো আরেকটু সময় নিয়ে আসতে চাচ্ছিলো মাদ্রিদে। তাই চলতি মৌসুমটাও কাটিয়েছেন বুন্দেসলিয়ায়।

আরও পড়ুন

এদিকে আলোনসোর মাদ্রিদের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ইতি ঘটবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির যুগের। তিনি দ্বিতীয়বারের মতো ২০২১ সালে ইতিহাসের সফলতম দলের দায়িত্ব নেওয়ার পর লস ব্লাঙ্কোরা সবশেষ তিন বছরে জিতেছে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগার শিরোপা। যদিও সবশেষ লস ব্লাঙ্কোদের সঙ্গে তার চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল, তবে মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই তিনি সরে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রচন্ড তাপদাহে চাহিদা বেড়েছে নওগাঁর তালপাতার হাতপাখার 

বগুড়ার সোনাতলায় গাঁজাসহ একজন গ্রেফতার

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছের গাড়ি উল্টে ব্যবসায়ী নিহত

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৯