ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

জাহান্নামের আগুন যার জন্য হারাম

জাহান্নামের আগুন যার জন্য হারাম। প্রতীকী ছবি

সর্বকালের সেরা আদর্শ প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতদের যেমন প্রকৃত মুসলিমের আচার-ব্যবহারের শিক্ষা দিয়েছেন, তেমনি পরকালে সফল হওয়ার রাস্তাও বাতলে দিয়েছেন। তার আদর্শ ও সুন্নত অনুসরণ প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)

অপর আয়াতে মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

কাজেই পরকালে সফলকাম হতে যেমন প্রিয়নবীর আদর্শ অনুসরণ জরুরি, তেমনি জীবদ্দশায় নবীজির দেয়া নানা আদেশ-উপদেশও মেনে চলা মুমিনের কর্তব্য। বিভিন্ন হাদিসে উম্মতদের জন্য রাসুল (সা.) এর দেয়া নানা দিক-নির্দেশনার কথা বর্ণিত হয়েছে। এরমধ্যে আছে পরকালে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশনাও।

আরও পড়ুন

তবে এক শ্রেণির মানুষ রয়েছে যাদের জাহান্নামের আগুন স্পর্শও করতে পারবে না। আবদুর রাহমান ইবনু জাবর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আল্লাহর পথে যে বান্দার দুই পা ধুলিধূসরিত হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এরূপ হয় না। (সহিহ বুখারি, হাদিস: ২৬১৬)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শের-ই-বাংলা ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী : তারেক রহমান

সীমান্তে আরও একজনকে গুলি করে হত্যা করল বিএসএফ

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

হুসেইন আল-শেখফিলিস্তিনের নয়া ভাইস প্রেসিডেন্ট

ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল, সেনাহস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা