সিরাজগঞ্জের কাজিপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ণ প্রকল্পের কাছে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা ১১ টায় শিশুটির মা টুবুলি খাতুন ওই ডোবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়।
এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশী। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনকাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়নাতদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।
মন্তব্য করুন