লবণ নিয়ে কোন শঙ্কা নাই
বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে নামাজ সকাল ৮ টায়

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ উল আযহার নামাজ শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। একইসাথে ওই নামাজের ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতির মাও. আসগার আলী। আজ মঙ্গলবার (১৩ মে) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আসাদুজ্জামান,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা জামায়াতের আমির মাও. আব্দুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি আলহাজ্ব আব্দুল কাদের, বিসিক বগুড়ার ডিজিএম একেএম মাহফুজুর রহমান, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, মাও. মনোয়ার হোসেন প্রমুখ।
সভায় জানান হয় আবহাওয়া খারাপ থাকলে কেন্দ্রীয় বড় জামে মসজিদ, বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ, মারকাজ মসজিদ, এবং বগুড়া কালেক্টরেট মসজিদে ঈদের নামাজ সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনএকইসাথে পবিত্র ঈদ উল আযহায় কোরবানি কৃত পশুর চামড়া সংরক্ষণ প্রক্রিৃয়াজাত করণে নিরবিচ্ছিন্ন ভাবে লবণ সরবরাহ নিশ্চিত কল্পে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জানান হয় চামড়া প্রক্রিয়াজাত করণে বগুড়ায় যে পরিমাণ লবণের প্রয়োজন হয় তারচেয়ে বেশি লবণ বর্তমানে মজুদ আছে। এছাড়া এবছর বাজারের লবণের দাম স্বাভাবিক রয়েছে।
চামড়া ব্যবসায়ীরদের প্রয়োজন অনুসারে লবণ সরবরাহ দেওয়া সম্ভব। জেলা প্রশাসক হোসনা আফরোজা তার বক্তব্যে এবার ঈদে কুরবানির পশু যত্র তত্র জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার আহবান জানান। একইসাথে তিনি ঈদের দিন যে সব স্থানে চামড়া কেনা হবে সে সব স্থান পরিস্কার পরিচ্ছন্ন করার আহবানও জানান। তিনি আরও বলেন এই ঈদে লবণ নিয়ে কোন সংকট হবে না।
মন্তব্য করুন