ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ জনকে অব্যাহতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. গোলাম রব্বানি ও ট্রেজারার ড. মো. মামুন অর রশিদকেও অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তৌহিদ আলমকে নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, প্রোভিসি ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেয়া হলো।অন্তর্বর্তী ভিসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেয়া হলো। এতে আরও বলা হয়, অন্তর্বর্তী উপাচার্য বর্তমান পদের সমান বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে উপাচার্য শুচিতা শরমিন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে গতকাল সোমবার আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধ

১ দফা দাবি নিয়ে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেড | Diploma in Nursing | Daily Karatoa

সেলিব্রিটি ক্রিকেট লিগ : অশ্লীলতার অভিযোগে ৯জনকে লিগ্যাল নোটিশ

ভারতে মদপানে ২১ জনের মৃত্যু

সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন সিয়াম-মেহজাবীনরা

স্কালোনির সেরা তিনে নেই মেসির নাম!