ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

৩০ বছর পর প্রিমিয়ার লিগে পিডব্লিউডি

৩০ বছর পর প্রিমিয়ার লিগে পিডব্লিউডি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছর পর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছেÑ‘পিডব্লিউডি স্পোর্টস ক্লাব’। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগ। এই লিগ থেকে শীর্ষ দুটি দল প্রিমিয়ারে খেলে। গত মঙ্গলবার জয়ের পর পিডব্লিউডি পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডির দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে। ফলে এই দলটির প্রিমিয়ারে খেলা নিশ্চিত।


উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের (পাবলিক ওয়ার্কস ডেভলপমেন্ট) অধীনস্থ একটি ক্রীড়া ক্লাব পিডব্লিউডি। একটা নির্বাহী কমিটির মাধ্যমে এই ক্রীড়া দল পরিচালিত হয়। ফুটবলের পাশাপাশি দেশের আরেক শীর্ষ খেলা হকিতেও অংশগ্রহণ করে এই অফিসের দল। হকিতে প্রথম বিভাগে খেলে পিডব্লিউডি। দেশের এই সরকারি সংস্থা (গণপূর্ত অধিদপ্তর) স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যবধি ফুটবলের সঙ্গে রয়েছে।

আরও পড়ুন


পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ও সংস্থাটির উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ বলেন, আমরা গতবার দীর্ঘ সময় টেবিলের শীর্ষ ছিলাম এরপরও প্রিমিয়ার খেলতে পারিনি। এবার চ্যাম্পিয়ন এখনো নিশ্চিত না হলেও প্রিমিয়ার নিশ্চিত হয়েছে। সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই তবে যতটুকু জানি ১৯৯৩-৯৪ সালের পর আমরা আর ফুটবলের শীর্ষ স্তরে খেলতে পারিনি। সেই হিসেবে আবার ত্রিশ বছর পর পুনরায় প্রিমিয়ারে আসছে পিডব্লিউডি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তর ছিল প্রথম বিভাগ লিগ। সেই লিগে নিয়মিত ছিল পিডব্লিউডি। নব্বইয়ের দশকে শুরুতে লিগের শীর্ষ স্তর করা হয় প্রিমিয়ার। প্রথম বিভাগ হয়ে যায় দ্বিতীয় স্তর। পিডব্লিউডি নব্বইয়ের দশক থেকে প্রথম বিভাগে নিয়মিত খেলে আসছে। ২০০৭ সালে প্রিমিয়ার লিগকে পেশাদার লিগের মোড়কে নতুন করে শুরু করা হয়। সেই লিগের চার বছর পর দ্বিতীয় স্তর হিসেবে চ্যাম্পিয়নশীপ লিগ চালু হয় ২০১১-১২ মৌসুম থেকে। তখন প্রথম বিভাগ লিগ আরো এক ধাপ পিছিয়ে তৃতীয় স্তরে পরিণত হয়। পিডব্লিউডি প্রথম বিভাগ থেকে গত ২-৩ মৌসুম চ্যাম্পিয়নশীপ লিগে খেলছে। সামনের মৌসুমে প্রিমিয়ারে খেলবে। ইফতেখার সাদ জানান, বিগত সময়ে অনেক দলই চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ারে উঠে খেলেনি। কারণ প্রিমিয়ারে দল গড়তে ন্যূনতম ৩-৪ কোটি টাকা ব্যয় হয় পাশাপাশি সারা বছর খেলতে ও ক্যাম্প পরিচালনায় আরো কোটির উপর ব্যয়। তিনি আরও বলেন, পিডব্লিউডি প্রিমিয়ারে খেলতে বদ্ধ পরিকর, আমাদের ক্লাবের সৃষ্টি ১৯৫৪ সালে। প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন ও কিছু আনুষ্ঠানকিতা প্রয়োজন। যা আমরা শুরু করেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিমিয়ারে দল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

 হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবকেরা

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

গাজীপুর জেলা মহিলা লীগ নেত্রী জসুদা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছরের জেল