ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

গাইবান্ধায় বিপিএস কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে পর্যুদস্ত কৃষক

গাইবান্ধায় বিপিএস কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে পর্যুদস্ত কৃষক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : চলতি মৌসুমে বোরো (উফসি) জাতের ধান চাষ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। গত একসপ্তাহ জুড়ে গাইবান্ধা সদরের ১৩ ইউনিয়নে বিপিএস (কারেন্ট পোকার) আক্রমণ ঠেকাতে পর্যুদস্ত কৃষকেরা। অভিযোগ উঠেছে কৃষকরা এই চরম সময়ে কৃষিবিভাগের কর্মকর্তাদের কাছে গিয়ে কোন সাহায্য কিংবা পরামর্শ না পেয়ে হতাশায় ভুগছেন।

জানা যায়, গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর ব্লকের ঝিনাম্বর মৌজায় ব্যাপক কারেন্ট পোকার আক্রমণে ঐ এলাকার শতবিঘা জমির ধান নষ্ট হওয়ার পথে। ঐ এলাকার কৃষক মাসুদ মুজকুরী ও সুমন মিয়া জানান, গত একসপ্তাহ আগে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদৎ হোসেনের অফিসে গিয়ে জানালে তিনি এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে তাদের বিদায় করে দেন।

অন্যদিকে পোকার ব্যাপক আক্রমণে প্রতিনিয়ত তাদের দু:শ্চিন্তার সীমা ছাড়িয়ে যায়। তারা তাদের ঐ ব্লকে যে কোন উপ-সহকারী কৃষি কর্মকর্তার খোঁজ নিতে থাকেন কিন্তু কোন কর্মকর্তাই সেখানকার অবস্থা পরিদর্শনে না যাওয়ায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, ফার্মগেট ঢাকার সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডলের কাছে ঐ ব্লকের কৃষি কর্মকর্তাদের দায়িত্বহীন আচরন ও কৃষকদের প্রতি অবহেলা দেখানোর অভিযোগ করেন।

আরও পড়ুন

গাইবান্ধা সদরের কৃষি অফিস গত শনিবার গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইদ্রিস আলী ও সৈয়দ সুমনসহ অপর একজন কর্মকর্তা ঝিনাশ্বর এলাকায় গিয়ে কৃষক মাসুদ মৃজকুরী ও সুমন মিয়াসহ সবার সাথে সাক্ষাত করেন এবং নিজেরাই পোকায় আক্রান্ত জমিগুলোতে গিয়ে আক্রান্ত স্থানগুলোর ধান কর্তন করেন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসেন।

জানা যায়, বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর ব্লকের দায়িত্ব পালনকারী কৃষি কর্মকতা সাবিনা ইয়াসমীন। এ ব্লকের বেশিরভাগ কৃষক তাকে চেনে না। তারা বিগত কয়েক বছরেও একবারও তার কর্মএলাকা পরিদর্শন করতে দেখেননি। ঐ এলাকার কৃষকরা তাকে চেনেন না বলে অভিযোগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা