ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকতে চান জবি আন্দোলনকারীরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকতে চান জবি আন্দোলনকারীরা, ছবি: সংগৃহীত।

৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এসময় দাবি আদায় না হলে ক্লাসে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শিক্ষার্থীরা বলেন, যেহেতু রাজপথে এসেছি দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরতে চাই না। এমনকি কোনো প্রতিশ্রুতিতে ক্যাম্পাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন

এদিক বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন। তিনি বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে আন্দোলন।  এর আগে, বুধবার সকালে তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এসময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র-শিক্ষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

গরমে আখের রস বেশি পানে হতে পারে যে সমস্যা

রাতের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

শো নিয়ে ব্যস্ত ন্যান্সি ও তার দল

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ

যে গানের অনুরোধ আসেই