ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিসিবি’র কাছে ছাড়পত্র চাইলেন সাকিব-মোস্তাফিজ

বিসিবি’র কাছে ছাড়পত্র চাইলেন সাকিব-মোস্তাফিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে যায়। ১৭ মে থেকে দুই লিগই আবার নতুন করে শুরু হচ্ছে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।

সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের দল লাহোর কালান্দার্স চেয়েছে সাকিব আল হাসানকে। কিন্তু ফ্র্যাঞ্জাইজি চাইলেই তো শুধু হবে না। দুই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি নিতে হবে। জানা গেছে, গতকালই (বুধবার) বিসিবি’র এনওসি নিতে বেশ কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব আল হাসান। এবার বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর রহমানও ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। তবে তাদের ছাড়া হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও আসেনি।

আরও পড়ুন

সাকিব-মোস্তাফিজ আইপিএল এবং পিএসএল খেলতে পারবেন কিনা, তা নির্ভর করছে বোর্ডের ছাড়পত্রের ওপর। শেষ পর্যন্ত সাকিব হয়তো ছাড়পত্র পেতে পারেন, তবে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে সেখানে যাওয়া মোস্তাফিজকে বোর্ডকে ছাড়বে কিনা, সেটি নিয়ে আছে সংশয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নির্বাচন কমিশনের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রতীক্ষা শেষে পরপর দু’দিন দুই চ্যানেলে গাইবেন টুশি

‘অশিক্ষিত এমডি’তে মোশাররফ করিমের সঙ্গে শাকিলা পারভীন