ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

পিটিয়ে কৃষক হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা

রাস্তার অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান নিহতের প্রতিবেশী।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও তার ছেলের বাড়িতে আগুন দেয়। এ সময় বেল্লাল, আনিছুরসহ ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়।শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান ও তার প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা একটাই। এই রাস্তার অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সাইদুর রহমান জুমার নামাজ শেষে বাড়ি ফিরলে ওই রাস্তা নিয়ে বেল্লাল ও তার ছেলে আনিছুরের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও আনিছুরের বাড়ি পুড়িয়ে ফেলে। এ সময় ওই পরিবারের সবাই পালিয়ে যায়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

১৭ বছর পর কান’র লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি

কাপ্তাই হ্রদে পানি তলানিতে নেমে যাওয়ায় চার ইউনিটের উৎপাদন বন্ধ

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

নান্দাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

বিয়ে নয়, একসঙ্গে থাকার কথা ভাবছেন রাজ-সামান্থা