ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

ভারতের পক্ষ নিয়েও কটাক্ষের শিকার অনিল কাপুর

অনিল কাপুর

অপারেশন সিঁদুরের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

অবশেষে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অনিল কাপুর লিখলেন, ‘যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোনো পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না! কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। 

 

অপারেশন সিঁদুরের পর উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনিল কাপুর। এ অভিনেতা লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।’

আরও পড়ুন

অনিল কাপুরের এমন মন্তব্যে ফুঁসে ওঠেন একশ্রেণির নেটিজেন। সেই নিন্দুকদের মতে, হঠাৎ এতদিন পর ভারতীয় সেনার কথা মনে পড়েছে বলি তারকার। আরেক নেটিজেন লিখেছেন—এক সপ্তাহ পর বলিউডের তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।

 

আরেক নেটিজেন লিখেছেন, আপনাকে অভিনন্দন। আপনি জেগেছেন। এতদিন পর আপনারা মন্তব্য করছেন। ব্যঙ্গ করে একজন লিখেছেন, ‘আরে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন।’ এই একই কটাক্ষের শিকার হয়েছেন কুণাল খেমুও। তিনিও ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পর মুখ খোলায় সমালোচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

এবার মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

বগুড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত ২৯৭তম সভা

সিরাজগঞ্জের কাজিপুরে শতাধিক বাড়িতে তৈরি হচ্ছে হাতপাখা, বিক্রি হচ্ছে হাটেবাজারে