এবার মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

বিনোদন ডেস্কঃ বাংলাদেশে মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্যের ঝড় তোলা শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এবার পা রাখল মধ্যপ্রাচ্যে। ১৫ মে থেকে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তির পর থেকেই ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় ‘বরবাদ’ এখন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে প্রদর্শিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে পিএইচএফ ডিস্ট্রিবিউশন, যারা এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো জনপ্রিয় ছবি সাফল্যের সঙ্গে মুক্তি দিয়েছে।
‘বরবাদ’র প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, এটি পিএইচএফ-এর মাধ্যমে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশি ছবি। তার ভাষায়, “মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমা মুক্তি দিতে সময় লাগে। তবে সবকিছু গুছিয়ে এখন আমরা প্রস্তুত। সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক আছেন, আশা করছি তারা হলে গিয়ে ‘বরবাদ’ উপভোগ করবেন।”
আরও পড়ুনমেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদের মতো জনপ্রিয় তারকারা।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বরবাদ’ মুক্তির এক মাসেই প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন করেছে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন