ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

এনবিআর ভেঙে দুই বিভাগ : অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এনবিআর ভেঙে দুই বিভাগ : অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, ছবি: সংগৃহীত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠন করে অধ্যাদেশ জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

আজ রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ রিট আবেদনটি করে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে এ রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।জানা গেছে, রিট আবেদনের শুনানি হতে পারে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে।

আইনজীবী জুয়েল আজাদ বলেন, এনবিআর ছিল একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এর দক্ষতা বাড়ানো যেত। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত গ্রহণ করা হয়নি। এনবিআরকে বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তটি গণতান্ত্রিক ও সংবিধানসম্মত নয়। রিট আবেদনে দাবি করা হয়েছে, সংসদীয় প্রক্রিয়া ছাড়াই একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত কেবল অধ্যাদেশের মাধ্যমে কীভাবে কার্যকর হলো এবং সেটি সংবিধান অনুযায়ী কতটা বৈধ। আদালত যদি এ বিষয়ে রুল জারি করেন, তাহলে বিষয়টি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতায় আসবে এবং নতুন বিভাগগুলোর ভবিষ্যৎ আইনি ভিত্তি নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি আলাদা বিভাগ গঠনের ঘোষণা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজারে রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া

পাবনার সুজানগরে ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীরা প্রাইভেট শিক্ষকদের ওপর নির্ভরশীল

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

নতুন প্রেমে ডুব দিলেন সামান্থা