ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজারে রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজারে রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ। ছবি : দৈনিক করতোয়া

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রাণকেন্দ্র বোনারপাড়া বাজারে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্য চৌ-মাথা-স্টেশন রাস্তায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। প্রায়ই সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। আর একটু ভারি বর্ষণ হলে রাস্তার দুপাশের দোকানপাটগুলোতে পানি ঢুকে পড়ে। এতে প্রতিনিয়তই ক্ষতির মুখে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা। এছাড়া বাজারের লোকজন এবং স্টেশনগামী লোকজনসহ অসংখ্য জনসাধারণকে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

সরেজমিন দেখা যায়, চৌ-মাথা হতে স্টেশন রাস্তা পর্যন্ত রাস্তাটি উপজেলার প্রাণকেন্দ্র বোনারপাড়া বাজারের প্রধান রাস্তা। এ রাস্তা সংলগ্ন বোনারপাড়া ইউনিয়ন পরিষদ ভবন ছাড়াও কাঁচাবাজার, মাছবাজার, ফলেরবাজার, কাপড়ের বাজার সহ ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রধান ও জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের হতে পারে না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম আলী বলেন, রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে পরিষদে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা জানান, একটু বৃষ্টি হলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যায়। আমাদের বোনারপাড়া বাজারে বৃষ্টির মৌসুম এলেই ভাগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নয়ন রায় জানান, সামনে রাস্তার উন্নয়ন কাজের দরুণ বাজারের রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সামনে অর্থবছরে এর সমাধান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই সব চামড়া ঢাকায় না পাঠানোর পরামর্শ রাজশাহীর ডিসির

বগুড়ার সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলার আসামি সুরুজ গ্রেফতার

বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় নির্ধারিত মূল্যে কিনতে পারছে না খাদ্য বিভাগ

জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন