ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকা চাওয়া নিয়ে বাক-বিতন্ডার জেরে রমজান আলী (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যার দায়ে নুর আমিন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে এই সাজা ঘোষণা করেন। রমজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজারামপুর মিস্ত্রীপাড়া মহল্লার তৈমুর রহমানের ছেলে। অপরদিকে দন্ডিত নুর আমিন একই মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমাজনের বাড়িসংলগ্ন একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নুর আমিন। এসময় রমাজন তাকে ডেকে দোকানের বাঁকি একশত পঞ্চান্ন টাকা পরিশোধের জন্য বলেন।

আরও পড়ুন

এনিয়ে কথাকাটাটির একপর্যায়ে নুর আমিন দোকনের রুটি বেলার কাঠের বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান।

এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রুয়ারি রমজানের স্ত্রী সুমাইয়া খাতুন (২০) নুর আমিনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। ২০২০ সালের ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানি শেষে আদালত নুর আমিনকে দোষি সাব্যস্ত করে রোববার দন্ড ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র