সাভারে আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাস, সহকারীর দাবি শত্রুতা

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে ডিইপিজেড সংলগ্ন চন্দ্রামুখী লেনে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
রবিবার (১৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে রাখা হয়। হঠাৎ আগুন ধরে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
বাসচালকের সহকারী সফিকুল ইসলাম বলেন, “গাড়ি রেখে গোসল করতে গিয়েছিলাম। দশ মিনিট না যেতেই শুনি বাসে আগুন। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। ভেতরে কয়েল বা কিছু জ্বালানো ছিল না।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পথচারীর ফেলা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মন্তব্য করুন