ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ফরিদুল ইসলাম (৫০) নামে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফরিদুল উপজেলার নসরতপুর কলেজ পাড়ার মৃত সাহের আলী খানের ছেলে।

তিনি নসরতপুর ইউপির স্বেচ্ছাসেবকলীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক। আজ মঙ্গলবার (২০ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ফরিদুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত