ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

রিয়ালে ফিরছেন আর্জেন্টাইন মিডফিল্ডার

আর্জেন্টিনার উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তির বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ক্লাবটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জাবি আলোনসো। আর নতুন কোচ মানেই নতুন পরিকল্পনা, নতুন কিছু মুখ। আলোনসো সান্তিয়াগো বার্নাব্যুতে তার পছন্দের কিছু খেলোয়াড় আনতে চান, যার মধ্যে অন্যতম আর্জেন্টিনার উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ।

নিকো পাজ মূলত রিয়ালেরই ঘরের ছেলে। ১৯৯৮ বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজের পুত্র নিকোর ফুটবল জীবনের শুরু সিডি সান হুয়ানে। সেখান থেকে টেনেরিফে হয়ে ২০১৬ সালে যোগ দেন রিয়ালের যুব দলে। ২০২২ সালে রিয়ালের ‘বি’ দলে অভিষেকের পর, ২০২৩ সালে মূল দলেও সুযোগ পান। তবে ২০২৪ সালে ৬০ লাখ ইউরোতে ইতালির ক্লাব কোমো কিনে নেয় এই তরুণ মিডফিল্ডারকে। তবে রিয়াল তখনই চুক্তিতে একটি শর্ত রাখে-চাইলে তারা ৯০ লাখ ইউরো দিয়ে পাজকে ফেরত আনতে পারবে।

আরও পড়ুন

স্প্যানিশ রেডিও কাদেনা কোপের বরাতে জানা গেছে, সেই ক্লজ প্রয়োগ করেই পাজকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন আলোনসো। কোমোর হয়ে চলতি মৌসুমে সিরি ‘আ’তে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। ফলে আসন্ন ক্লাব বিশ্বকাপের আগেই তাকে স্কোয়াডে নিতে আগ্রহী রিয়াল। কোমোতে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের গড়ে ওঠা বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা সেস্ক ফাব্রেগাসের অধীনে, যিনি বর্তমানে কোমোর কোচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ