ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

গ্লাভস জোড়া তুলে রাখছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ গোলরক্ষক

ইতালিয়ান ক্লাব কোমোর স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গ্লাভস জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সি এই স্প্যানিশ গোলরক্ষক।

স্পেনের ২০১০ বিশ্বকাপ দলের স্কোয়াডে ছিলেন পেপে রেইনা। এছাড়াও স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও জিতেছেন নানান শিরোপা। অবশেষে ২৬ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপে। বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা রেইনা খেলেছেন লিভারপুল, ভিয়ারিয়াল, বায়ার্ন মিউনিখ, নাপোলির মতো ক্লাবে। ২০২৪ সালে কোমোতে যোগ দেন তিনি। তবে ৪২ বছর বয়সি এই গোলরক্ষককে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

অবসরের কথা জানিয়ে রেইনা বলেন, ‘খুবই চমৎকার একটি ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে, যেটা সবকিছুতে পরিপূর্ণ একটি অধ্যায়। যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি তার জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এমন ক্যারিয়ার আমি আশা করিনি, তবে আমার মনে হয়েছে, সময় এসেছে এবং অনুভব করছি, এখানেই ক্যারিয়ারের ইতি টানার।’ তিনি আরও লেখেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এমন একটি পরিবার দিয়েছেন যারা আমার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ভালো কাজের জন্য দায়ী। শীঘ্রই দেখা হবে। নতুন নতুন প্রকল্প আসছে এবং ফুটবল আমার শিরায় বইছে... এটি ছাড়া আমি জীবন বুঝতে পারতাম না।’

আরও পড়ুন

শোনা যাচ্ছে, খেলোয়াড় জীবনের ইতি টানার পর কোচিংয়ে নতুন ক্যারিয়ার গড়তে যাচ্ছেন রেইনা। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় লিভারপুলের হয়ে খেলেছেন রেইনা (৩৯৪ ম্যাচ)। সেখানে জিতেছেন এফএ কাপ ও লিগ কাপ। এছাড়াও, বায়ার্নের হয়ে লিগ শিরোপাও জিতেছেন স্পেনের এই গোলরক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে সেচ পাম্পের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফর্মার চুরি থামছে না

যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর