বগুড়ার শিবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে পানিতে ডুবে নুর মোহাম্মাদ নাইম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ময়দানহাট্টা গ্রামে আজ শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নাইম দাড়িদহ মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও ময়দানহাট্টা গ্রামের র্জোউল করিমের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, নাইমসহ তার ৩/৪ বন্ধু দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পাশে তোফাজ্জল হোসেনের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পাড় থেকে সবাই এক সাথে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় নাইমের বন্ধু পাড়ে উঠলেও নাইম পুকুরে ডুবে যায়।
আরও পড়ুনএরপর তার বন্ধুদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে নাইমকে মৃত অবস্থায় উদ্ধার করে। ময়দান হাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন