নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বন্ধ হওয়া শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেওয়া হবে

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের সকল সেক্টরের কথা উল্লেখ করা হয়েছে। কৃষি অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিল্পনীতি, নগর, পরিবেশ, দুর্যোগ মোকাবেলা সব কিছুই তুলে ধরা হয়েছে। তিনি আজ শুক্রবার (২৩ মে) বগুড়ার মমইন এ ‘কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, স্ট্র্যাটেজিক এনালিস্ট সিডনি, অস্ট্রেলিয়া প্রবাসী ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মী কাজী জেনিস, আবহাওয়া ডট কম এর প্রতিষ্ঠাতা ও কানাডার সাসকোচোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ড. বিদওয়ানুল হক, এইচ আর বিশেষজ্ঞ শারমিন সুলতান জয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন,রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রায়হান আমিন রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাবেক এমপি জিএম সিরাজ, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাহবুবর রহমান হারেজ, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছা সেবক দলের সভাপতি এস এম জিলানী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির ইদ্দিন নাসির বগুড়া বিএনপির নেতা আহসানুল তৈয়ব জাকির, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদ আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,সাধারণ সম্পাদক রাকিব হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথি নজরুল ইসলাম খান আরও বলেন, তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছে তাতে কৃষকের স্বার্থ রক্ষা করা হয়েছে, কৃষকের নিরাপত্তার কথা বলা হয়েছে। তিনি বলেন, কৃষদের জন্য শষ্যবীমার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা প্রনয়নের কথা বলা হয়েছে তাতে কেবল কৃষক নয় সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত সরকার ২০২২ সালে দেশের ২৫ টি জুট মিল বন্ধ ঘোষনা করেছে এর শ্রমিকদের ১৫শ কোটি টাকার বেশি বেতন বকেয়া রয়েছে। বিএনপির রাষ্ট্রক্ষমতায় গেলে বন্ধ হওয়া শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুনতিনি রলেন বিএনপির উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে, উৎপাদন না হলে উন্নয়ন হয়না। আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন বিগত সরকার আখ চাষে উৎসাহ না দিয়ে আগের উৎপাদন না বাড়িয়ে লোকসানী প্রতিষ্ঠানে পরিনত করেছে চিনি কল গুলো। এই কল গুলো যাতে ঘুরে দাড়াতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে।
নজরুল ইসলাম খাঁন বলেন, তরুণদের উদ্যোক্তা হতে হবে। কৃষি সহ বিভিন্ন সেক্টরে উদ্যেক্ত বাড়াতে হবে। সেমিনারে অংশগ্রহকারী তরুনেরা বক্তব্য রাখেন এবং আলোচকদের বিভিন্ন প্রশ্ন করেন। সেমিনারে নাসা, এ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরী করা বগুড়ার মো. হাসান মাহবুব তার সাফল্যের গল্প শোনান।
মন্তব্য করুন