ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

ছবি : সংগৃহিত,একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক। এতে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া আর কাওকে রাখা হয়নি।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাস মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। একনেক সভার সারসংক্ষেপ পরবর্তী সময়ে ইমেইল করে পাঠানো হবে।

আরও পড়ুন

গত কয়েক দিন ধরে বিএনপি-এনসিপির মধ্যে টানাপোড়েন চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরপরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

১১তম একনেক সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন তালিকায় নেই জবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায়  লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

পাবনার বেড়ায় এখনও জমে ওঠেনি পশুর হাট

এই সময়ে দীঘি