ভিডিও বুধবার, ২৮ মে ২০২৫

২০২৬ বিশ্বকাপে ফুটবলের অভিজ্ঞতাই বদলে যেতে পারে : নেইমার 

২০২৬ বিশ্বকাপে ফুটবলের অভিজ্ঞতাই বদলে যেতে পারে : নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক:  আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই বিশ্বকাপ আসর ফুটবলের অভিজ্ঞতাই বদলে দিতে পারে বলে মনে করেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

উত্তর আমেরিকার মানুষ মূলত বিনোদনপ্রিয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভিন্ন দেশের নাগরিকরা বসবাস করেন বিধায় দেশ দুটিতে বহুমুখী সংস্কৃতির চর্চা লক্ষ্য করা যায়। যে কারণে উৎসব, আনন্দ আর শোভাযাত্রার যেন শেষ নেই। তাছাড়া বিশ্বকাপ উপলক্ষ্যে নানা ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ফাইনালও অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী দেশটিতে।উত্তর আমেরিকায় ফুটবল বিশ্বকাপের আয়োজন দেখে নেইমার নিজেও দারুণ উচ্ছ্বসিত। বিনোদনপ্রিয় এই ব্রাজিল তারকা মনে করছেন, আসন্ন ২০২৬ বিশ্বকাপ অন্যান্য আসরের তুলনায় সবচেয়ে বেশি উৎসবমুখর হবে। সেটি বিশ্বকাপের অভিজ্ঞতাই পাল্টে দিতে পারে বলেও ধারণা তার।

‘ডিজনি+ কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আপনারা দেখবেন বিশ্বকাপ কেমন (চমৎকার) হবে। আমি মনে করি এটা একেবারে দারুণ হতে যাচ্ছে। এটা অনেক কিছু পাল্টে দিতে পারে। সবার জন্যই এটা ভালো হবে।’সান্তোস তারকা জানান, তিনি উত্তর আমেরিকার ক্রীড়া ইভেন্টগুলোর বিনোদনমূলক পরিবেশ উপভোগ করেন। যা বিশ্ব ফুটবলে এখনো সেভাবে পৌঁছায়নি।

আরও পড়ুন

নেইমার বলেন, ‘আপনি শুধু একটা বাস্কেটবল খেলা দেখতে এনবিএতে (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) যান না! একটা শো হয়। একটা বিরতি আসে, তখন মানুষ নাচে। আবার একটা বিরতি আসে, তখন ভক্তরা আসে এবং হুপে বল ছোঁড়ে। খেলার আগে বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়।’

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘তারা এমন একটা পরিবেশ তৈরি করে, যাতে দর্শকদের যাওয়া সার্থক হয়। যদি আপনি এটাকে রেফারেন্স হিসেবে নেন, তবে এটা ব্রাজিলের জন্যও ভালো। ফুটবলে ৯০ মিনিটের খেলা হয় এবং হাফটাইমে কিছুই হয় না। সবাই স্টেডিয়ামের গেটে গিয়ে দাঁড়ায়। কারণ স্টেডিয়ামের ভেতরে কিছুই করা যায় না।‘কিছু জিনিস আলাদা করা হোক। বিনোদন অনেকভাবে নেওয়া যায়। এতে কারও মনোযোগ নষ্ট হবে না’-যোগ করেন নেইমার।বর্তমানে পুরোপুরি ফিট না থাকায় ব্রাজিল জাতীয় দলে নেই তিনি। তবে চোটমুক্ত থাকলে নেইমারকে আগামী বছর বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে। ৩৩ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে খেলেছেন এবং ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা ৭৯টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন ওয়াসিম

 শেফিল্ডকে বিদায় জানানোর সময় ভাগ্যকে দুষলেন হামজা

ময়মনসিংহে ভাবি ও মুক্তিযোদ্ধাকে জবাই হত্যা করলো মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

সৌদি আরব থেকে উট এনে খামারে লালন-পালন, প্রতিটির দাম ৩০-৩২ লাখ