পুতিন আগুন নিয়ে খেলছেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’। মস্কো ইউক্রেনে ভয়াবহ হামলা অব্যাহত রাখায় রুশ প্রেসিডেন্টকে সতর্ক করে ট্রাম্প এমন মন্তব্য করলেন।
মঙ্গলবার (২৭ মে) ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত এবং আমি বলতে চাইছি সত্যিই খারাপ কিছু। ট্রাম্প বলেন, তিনি (পুতিন) আগুন নিয়ে খেলছেন।এর আগে গত রবিবার (২৫ মে) ট্রাম্প পুতিনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনার করার পর এবার সতর্ক করে পোস্ট করলেন। রাশিয়া টানা তিন রাত ধরে ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালানোর পর, এর প্রতিক্রিয়ায় গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, পুতিন একেবারে পাগল’ হয়ে গেছেন। ট্রাম্প পুতিনের আচরণ সম্পর্কে বিভ্রান্তি প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু ঘটেছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন! তিনি অপ্রয়োজনে অনেক মানুষকে হত্যা করছেন-শুধু সৈনিক নয়, বেসামরিক নাগরিকও। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে।
আরও পড়ুনক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের সমালোচনাকে ‘আবেগজনিত অতিরিক্ত চাপ’ বলে উড়িয়ে দিয়েছেন। খবর : আনাদোলু।
মন্তব্য করুন