অভিনেত্রী দীপিকা ক্যানসারে আক্রান্ত

বিনোদন ডেস্ক : বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী দীপিকা কক্কর মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত। আর এ দুঃসংবাদ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্যের পরিস্থিতিও জানিয়েছেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টেজ টু লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে কয়েক সপ্তাহের কঠিন পরিস্থিতি, পেট ব্যথার জন্য ডাক্তারের কাছে যাওয়া, জীবন কীভাবে বদলায়―ইত্যাদি বিষয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড তারকা।
এদিকে অভিনেত্রীর স্বামী-অভিনেতা শোয়েব ইব্রাহিমও গত কয়েকদিন ধরে বউয়ের শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছেন নিয়মিত। দীপিকা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি। ঘটনার ধারাবাহিকতা শেয়ার করে লিখেছেন, আপনারা সবাই জানেন যে, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন ছিল। মঙ্গলবার (২৭ মে) ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, পেটের উপরিভাগে ব্যথার জন্য হাসপাতালে যাই এবং তারপর তারা লিভারে একটি টেনিস বল আকারের টিউমার খুঁজে বের করে। এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসারস)।
আরও পড়ুনতিনি আরও জানিয়েছেন, সব ইতিবাচকতা দিয়ে এই মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করতে চান তিনি। দীপিকা বলেন, আমি ইতিবাচক ও দৃঢ় প্রতিজ্ঞ যে, আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব, ইনশাআল্লাহ। আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমার যাত্রা আরও সহজ করবে। আমাকে আপনারা প্রার্থনায় রাখুন।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন তিনি। তারপর ‘বিগ বস’ বিজয়ীও হন। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় তার এবং এর পাঁচ বছর পর তাদের সংসারে পুত্রসন্তান রুহান আসে।
মন্তব্য করুন