পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার

পিরোজপুর জেলার ভাণ্ডরিয়ায় থানা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ছাত্রদল নেতা কবির জমাদ্দারকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৮।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
গ্রেফতার কবির জমাদ্দার (২৮) পিরোজপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে ও পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য।
আরও পড়ুন
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গত ২৩ মে সকালে ভাণ্ডারিয়ার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মোদিরাবাদ গ্রামে এক নারীর ঘরবাড়ি ভাঙচুর করে ২০-২৫ জন। সেই ঘটনায় কবিরসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। তখন ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্য ভাণ্ডারিয়া থানায় মামলা করেন। সেই মামলায় কবিরকে গ্রেফতার করেছে র্যাব
মন্তব্য করুন