ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

এবারের ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেয়া হবে না, এ বিষয়ে মালিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে।

তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, তাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনো ঝামেলা হলে তারা তাৎক্ষণিক মালিকপক্ষ ও প্রশাসনকে জানিয়ে দেবে।

ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এসব গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না। চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন

রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারাদেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে, কেবল জরুরী ছুটি দেয়া হবে।

অন্যদিকে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পুলিশ, মালিক-শ্রমিক সবাই সম্মিলিতভাবে কাজ করবে। সবাই একমত হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব। চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেয়া হয়েছে। চাঁদাবাজি বরদাশত করা হবে না—সে যেই হোক, মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দলের কেউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জলমহালের ইজারা জেলেদের দিতে হবে: ফরিদা আখতার

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক