ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নব দম্পতির ঝুলন্ত মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নব দম্পতির ঝুলন্ত মরদেহ। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেমাস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল ও জুঁই এর বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনো রকম ঝামেলা ছিল না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও বলেন, গত সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখেন রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে আ‘লীগের সা.সম্পাদক গ্রেফতার

সরকারের একপেশে নীতির কারণেই ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল

লালমনিরহাটে টানা ভারি বৃষ্টিপাত ও উজানের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

রংপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অধ্যাপক যতীন সরকার মারা গেছেন

দেশে প্রতিদিন তামাকজনিত রোগে গড়ে ৪৪২ মৃত্যু