ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

দুইদিন পর নিজ বাড়ির টিনের চালে মিলল শিক্ষার্থীর মরদেহ 

দুইদিন পর নিজ বাড়ির টিনের চালে মিলল শিক্ষার্থীর মরদেহ 

নিউজ ডেস্ক:  মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকায় নিখোঁজের দুইদিন পর নিজ বাড়ির টিনের চাল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। তার পিঠে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার হয়।

মারা যাওয়া যুবকের নাম আমীন উদ্দিন ওরফে আল আমীন (১৯)। তিনি পৌরসভার তাঁতিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে। আমীন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের মা আনোয়ারা বেগম জানান, গত রবিবার রাত ১০টার দিকে ছেলের সঙ্গে শেষ কথা হয়। তিনি তাকে জিজ্ঞেস করেন, ভাত খাবে কি না। ছেলে জানায়, আম খাবে। তখন তাকে আম ও ছুরি এগিয়ে দিয়ে তিনি নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে ছেলেকে আর পাননি। এরপর থেকেই খোঁজাখুঁজি চলছিল। মঙ্গলবার দুপুরের পর বাড়ির টিনের চালের ওপর তার লাশ পাওয়া যায়।

আনোয়ারা বেগম বলেন, “আপনাদের কাছে কিছু চাই না। শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। যেন নিজ চোখে বিচার দেখে যেতে পারি।”

আরও পড়ুন

পুলিশ জানায়, যুবক নিখোঁজের ঘটনায় গত সোমবার (২ জুন) সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর থেকেই ওই যুবকের খোঁজ চলছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পরিবার যে বাড়িতে থাকে সেটি একতলা পাকা বাড়ি। এই বাড়ির দেয়াল ঘেঁষেই ছিল তাদের আরেকটি টিনের ঘর। লাশটি ওই টিনের ঘরের চালার ওপর পড়ে ছিল।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, “নিহত আমীনের পিঠে কয়েকটি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। লাশ ফুলে গেছে ও পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত