ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

ঈদের আগেই মুক্তি পেল ‘বোহেমিয়ান ঘোড়া’

সংগৃহিত,ঈদের আগেই মুক্তি পেল ‘বোহেমিয়ান ঘোড়া’

বিনোদন ডেস্ক: অপেক্ষা শেষে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে পর্দায় হাজির হয়েছেন মোশাররফ করিম।

আব্বাস নামের এক অনাথ ট্রাকচালকের গল্প ‘বোহেমিয়ান ঘোড়া’। যার যাযাবর পেশা কারণে তাকে বাংলাদেশের আটটি ভিন্ন শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলার সুযোগ দেয়। প্রতিটি শহরে একেকজন স্ত্রী, যারা প্রত্যেকেই মনে করেন, তারাই একমাত্র।

প্রতিটি স্ত্রী বাংলাদেশের একেকটি ‘রঙ’ প্রতিনিধিত্ব করে। তাদের আলাদা ব্যক্তিত্ব, পটভূমি ও আদর্শের মাধ্যমে সিরিজটি বহুমাত্রিক, অন্তর্ভুক্তিমূলক এক বর্ণময় কাহিনি হয়ে ওঠেছে।

সিরিজে আব্বাসের জার্নির মধ্যে দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ দেখানো হয়েছে। তার সাথে সাথে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছে গল্পে- উত্তরের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের ব্যস্ত শহর পর্যন্ত।

আরও পড়ুন

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি। যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।


হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এ সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

এমন ব্যবস্থা গড়ে তুলব, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: ডা. তাসনিম জারা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৫৩ জন

জমিজমা নিয়ে বিরোধে বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ১৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা 

কুড়িগ্রামের রাজারহাটে ২৮ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই: সামান্তা শারমিন