ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ঈদের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা

ঈদের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা

সারা দেশে কয়েক দিন ধরেই ঝড়-বৃষ্টি চলছে। এর মধ্যেই সামনে ঈদুল আজহা। এই সময়ে এমন আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সবাই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনও বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ জুন) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু এখন বাংলাদেশে কম সক্রিয় এবং বঙ্গোপসাগরের ওপর দুর্বল অবস্থায় আছে। ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে।

যেসব দিন বৃষ্টি হতে পারে:

  • শুক্রবার (৬ জুন): বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায়, আর ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

  • ঈদের দিন শনিবার (৭ জুন): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • রোববার (৮ জুন): চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য জায়গায় আবহাওয়া থাকবে মেঘলা ও শুষ্ক।

    আরও পড়ুন

  • সোমবার (৯ জুন): চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশে আবহাওয়া থাকবে সাধারণভাবে শুষ্ক।

  • মঙ্গলবার (১০ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য জায়গাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

কী হতে পারে সমস্যা: ঈদের সময় এই ঝড়-বৃষ্টি কোরবানির প্রস্তুতি, পশু পরিবহন ও ঈদযাত্রায় সমস্যার কারণ হতে পারে। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার !

মাইকেল জ্যাকসনের নোংরা মোজার দাম ৮ হাজার ডলার

তেলআবিবকে ‘ভুতুড়ে শহর’ বানিয়ে দেওয়ার হুমকি

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

সাবা-বাঁধনের দ্বন্দ্বকে ‘ড্রামাবাজি’ বললেন অরুণা বিশ্বাস