ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

শরীয়তপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে ডুবে আলিফ ফরাজী (৬) ও আব্দুর সরদার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকায় ও গোসাইরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ ফরাজী নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে ও আব্দুর সরদার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার রাসেল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আলিফ ফরাজী বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর থেকে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অন্যদিকে আব্দুর সরদার ঢাকা থেকে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি এসেছিল। সেখান থেকে তার খালা বাড়ি ধীপুর এলাকায় বেড়াতে যান। এরপর সেখানে গিয়ে দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘দুপুরে আলাদা আলাদা সময়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

জামিন পেলেন প্রিন্স মামুন 

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নির্বাচন করলে তফসিলের আগে পদ ছাড়ব : উপদেষ্টা আসিফ মাহমুদ