ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ডোবায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

রোহান

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় ডোবায় পড়ে রোহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রোহানের বাবা মিজানুর রহমান গাজী মিয়ে ছিলেন, মা ব্যস্ত ছিলেন গোয়ালঘরে। এই সুযোগে রোহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংড়া ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা রোহানকে ডোবায় ভাসতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

রোহানের প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংড়া ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচয় দেয়। এ ঘটনায় অনেকেই নিজের অশ্রু সংবরণ করতে পারেননি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকের কোমরে মিলল ১৭ স্বর্ণের বার

আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু হয়

কয়েক ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক

ত্বকের যত্নে কমলার খোসা

আসন বহালের দাবি বাগেরহাটে ফের ৩ দিনের হরতালের ডাক

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫